সড়ক দুর্ঘটনার কবলে ফুটবলার সংগ্রাম মুখার্জি

ব্যারাকপুর কল্যানী এক্সপ্রেসওয়ের ওপর নৈহাটিতে গাড়ি দুর্ঘটনা।

author-image
Aniket
New Update
f14dd821-3fbc-4af7-a858-1b8a5f48103e


নিজস্ব প্রতিনিধি: ব্যারাকপুর কল্যানী এক্সপ্রেসওয়ের ওপর নৈহাটিতে গাড়ি দুর্ঘটনার কবলে ফুটবলার সংগ্রাম মুখার্জির গাড়ি। গাড়িতে ছিলেন সংগ্রাম মুখার্জি, সঙ্গে কোচ জোসেফ সহ আরো দুইজন মিলিয়ে মোট চারজন।

এই দূর্ঘটনায় সকলে অক্ষত রয়েছে। সবাই ভালো আছে। বড় কোনো চোট নেই। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে নৈহাটি বিধায়ক সনৎ দে সহ শিবদাসপুর থানার পুলিশ পৌঁছে সকলকে উদ্ধার করে। জানা গিয়েছে প্রত্যেকে বোলপুরে ফুটবল কোচিং সেরে রবিবার রাতে বাড়ি ফিরছিলেন।