মর্মান্তিক পথ দুর্ঘটনা! মৃত্যু তরুণ ফুটবলার সহ ২ জনের

কোথায় ঘটল এই ঘটনা?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-11-03 at 3.36.32 PM

হরি ঘোষ, দুর্গাপুর: দুটি বাইকের সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু ২ জনের। মৃত ২ যুবকের নাম লাল্টু বাগদি (৩২) এবং সুকান্ত হাঁসদা (২০)। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে জেমুয়ার জঙ্গলে। 

পুলিশ সূত্রে জানা গেছে, একটি বাইকে সুকান্ত, লাল্টু সহ ৪ জন ছিল। সুকান্ত ভালো ফুটবলার ছিল। তারা পাড়দই এলাকায় ফুটবল খেলতে যাচ্ছিল। আরেকটি বাইকে ২ জন ছিল। ২ টি বাইকের সংঘর্ষ হয়। আশঙ্কাজনক অবস্থায় ৬ জনকেই দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা ২ জনকে মৃত বলে ঘোষণা করে। আরো ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। আরও ১ জন দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই মর্মান্তিক মৃত্যুকে ঘিরে গোটা এলাকা শোকস্তব্ধ।

dead