New Update
/anm-bengali/media/media_files/2025/04/26/Z3DGt2SVOab7LM2cwbjL.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: বিদ্যালয়ের পাঠরত ১৩ থেকে ১৫ বছর বয়সী ফুটবল শিক্ষার্থীদের নিয়ে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করল অপরূপ চক্রবর্তী ফুটবল স্কুল। বাংলার প্রায় ১০০ টি বিদ্যালয় থেকে এক লক্ষ ছাত্র-ছাত্রীদের নিয়ে বিশেষ টুর্নামেন্ট ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
/anm-bengali/media/media_files/2025/04/26/apCswayrhM6DyLZZYyEA.jpeg)
প্রথমে ২৫ জন ফুটবলার নিয়ে অনূর্ধ্ব ১৩ এলিট দল গঠন করা হয়। একেবারে বিদ্যালয় স্তর থেকে শিক্ষার্থীদের খেলাধুলায় বিশেষ প্রশিক্ষণ দিয়ে আগামী দিনে ফুটবলের মান উন্নয়ন ঘটানয় লক্ষ্য বলে জানা গিয়েছে। আয়োজক আইএফ এর ফুটবল কমিটির টেকনিক্যাল ডিরেক্টর অপরূপ চক্রবর্তী। তিনি জানান, এই ফুটবল প্রশিক্ষণ শুরু হলে আগামী দিনে বাংলায় খেলার প্রসার বাড়বে। পাশাপাশি জেলায় জেলায় এর প্রসার ঘটবে সহজেই।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us