/anm-bengali/media/media_files/2025/08/12/whatsapp-image-2025-08-12-2025-08-12-19-12-30.jpeg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: কন্যাশ্রীর দ্বাদশ বর্ষপূর্তি উপলক্ষে পশ্চিম মেদিনীপুর জেলা সমাজ কল্যাণ দফতরের উদ্যোগে এবং শালবনি ব্লক প্রশাসনের সহযোগিতায় আন্তঃবিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হল শালবনি নেতাজি সুভাষচন্দ্র বোস স্টেডিয়ামে। খেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার এডিএম (ডেভ.) কেম্পা হোন্নাইয়া, বিধায়ক শ্রীকান্ত মাহাত, শালবনী পঞ্চায়েত সমিতির সভাপতি নেপাল সিংহ, মেদিনীপুর সদর মহকুমা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক সন্দীপ সিংহ, বিডিও সাহেব ও অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দরা। জেলার বিভিন্ন ব্লকের কন্যাশ্রী প্রাপক ছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হয় এই ফুটবল প্রতিযোগিতা। ৮টি দল নিয়ে এক দিনের এই বিশেষ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় মানোন্নয়নের পাশাপাশি শরীর ও সুস্থ মনন ও চিন্তনের জন্য খেলাধুলাও সমানভাবে জরুরি। তাই ছাত্রীদের নিয়েও ফুটবল প্রতিযোগিতার এই প্রয়াস। চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলাতে অংশগ্রহণ করে কেশিয়াড়ি দুধে বুধে ক্লাব বনাম শালবনি নিচু মঞ্জুরি ক্লাব। চূড়ান্ত ফাইনাল খেলায় শালবনি নিচু মঞ্জুরী ক্লাব ১-০ গোলে বিজয়ী হয়েছে। খেলার শেষে জেলা সমাজ কল্যাণ বিভাগের পক্ষ থেকে বিজয়ী দল সহ প্রত্যেক অংশগ্রহণকারী দলকে শুভেচ্ছা জানানো হয়েছে। পাশাপাশি আগামী দিনে তারা আরো বড় জায়গায় খেলে তাদের দক্ষতার পরিচয় দিক এমনই আশা প্রকাশ করা হল।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/08/12/whatsapp-image-2025-08-12-2025-08-12-19-12-13.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us