Pallabi Sanyal
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/ttG1SpIG0QyTlftFlSXC.jpg)
দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের বালিচক ভজহরি হাইস্কুল মাঠে জেলা পর্যায়ে ৬২ তম সুব্রতকাপ ফুটবল প্রতিযোগিতা ২০২৩ এর শুভ উদ্বোধন হল শনিবার।পশ্চিম মেদিনীপুর জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদ পশ্চিম মেদিনীপুরের আয়োজনে অনুর্ধ্ব ১৪ বছরের বালক, ১৭ বছরের বালক ও ১৭ বছরের বালিকার বিভাগের মধ্যে এই খেলা চলছে।
উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেবরা পঞ্চায়েত সমিতির বিদায়ী কর্মাধ্যক্ষ প্রদীপ কর,বালিচক ভজহরি হাইস্কুলের বিশিষ্ট শিক্ষক ও ক্রীড়াবিদ দিলীপ কুমার সাঁই, জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদের সম্পাদক সোমনাথ দাস সহ অন্যান্যরা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us