/anm-bengali/media/media_files/2025/11/30/whatsapp-image-2025-11-30-at-2025-11-30-19-14-49.jpeg)
GGGG
নিজস্ব সংবাদদাতা : প্রতিবছর শীত নামলেই ঝাড়গ্রামের সিঁদুরগৌরা অঞ্চলে জমে ওঠে গাঁদা ফুলের চাষ। এই মরশুমের অপেক্ষায় থাকেন এলাকার বহু খেটে-খাওয়া মানুষ। কারণ, রুখা জমিতে বাইরের জেলা থেকে আসা ফুল চাষিদের উদ্যোগে যখন কয়েক একর জুড়ে গাঁদা ফুলের বাগান গড়ে ওঠে, তখনই স্থানীয়দের জন্য খুলে যায় অস্থায়ী কর্মসংস্থানের বড় সুযোগ।
স্থানীয় সূত্রে জানা যায়, সিঁদুরগৌরার মাটি ও আবহাওয়া গাঁদা ফুল চাষের জন্য অত্যন্ত উপযোগী। এই কারণে প্রতিবছরই বাইরের জেলা থেকে চাষিরা এসে অস্থায়ীভাবে জমি নিয়ে ফুল চাষ করেন। তাঁরা জানান, এ বছরের চাষেও ফলন ভালো হবে বলে আশা করছেন। ফুল চাষিরা জানিয়েছেন, “এই জমিতে গাঁদার ফলন খুবই ভালো হয়। আমরা যেমন লাভবান হচ্ছি, তেমনি এখানকার বহু মানুষও রোজগারের সুযোগ পাচ্ছেন।”
ফুল বাগানে কাজ পাওয়া শ্রমিকদের মতে, গাঁদা চাষ তাদের জন্য আশীর্বাদ। ধান কাটার মরশুমে যেখানে কঠোর পরিশ্রমের তুলনায় আয় কম, সেখানে গাঁদা বাগানে তুলনামূলক কম শ্রমে ভালো মজুরি পাওয়া যায়। ফলে শীতের এই সময়টির দিকে তাকিয়ে থাকেন তাঁরা সারা বছর।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/Gv3SO5D7Yf7DfyTFUmc1.jpg)
শ্রমিকের জানান, “ধান কাটার সময় খুব কষ্ট করতে হয়, মজুরিও কম। কিন্তু গাঁদা ফুলের বাগানে কাজ করলে কম পরিশ্রমে ভালো রোজগার হয়। তাই আমরা চাই প্রতিবার চাষিরা এসে এখানে ফুল চাষ করুন।”
শীতের হাওয়া বইতেই সিঁদুরগৌরার রুখা জমি জুড়ে আবারও ফুটতে শুরু করেছে গাঁদার হলুদ-কমলা হাসি। চাষিদের লাভের পাশাপাশি জীবিকার পথ খুলে যাওয়ায় খুশির আমেজ ছড়িয়েছে এলাকাজুড়ে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us