/anm-bengali/media/media_files/2025/10/07/whatsapp-image-2025-10-07-2025-10-07-15-40-16.jpeg)
নিজস্ব প্রতিনিধি, ঘাটাল: ঘাটালের শিলাবতী, মনসুকার ঝুমি নদীর জলস্তর বেড়ে প্লাবিত ঘাটাল পৌরসভার ১৭ ওয়ার্ডের মধ্যে ১১ টি ওয়ার্ড সহ ঘাটাল ব্লকের একাধিক গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। জলে ডুবে রয়েছে রাস্তাঘাট থেকে শুরু করে একাধিক ঘরবাড়ি সহ বিঘের পর বিঘে কৃষি জমি।
ঘাটাল পৌরসভার ২ নম্বর ওয়ার্ড আড়গোড়া চাতাল এলাকায় ঘাটাল-চন্দ্রকোনা রাজ্য সড়কের উপর প্রায় হাঁটু সমান বন্যার জল পেরিয়ে চলছে যাতায়াত। চরম দুর্ভোগে ঘাটালবাসী। এই নিয়ে ৬ বার বন্যার সম্মুখীন ঘাটাল। এই জলযন্ত্রণা থেকে কবে মুক্তি মিলবে তারা জানেন না কেউ। সরকার বলতে পারবে বলে জানান ঘাটালের প্লাবিত এলাকার বাসিন্দারা। ঘাটাল মাস্টার প্লান নিয়ে বন্যা পীড়িতদের কাছে জানতে চাওয়া হলে রীতিমতো ক্ষুন্ন হন ঘাটালবাসী। সোমবার থেকে পরিবর্তন হয়েছে আবহাওয়ার। মেঘলা আকাশ বা বৃষ্টির দেখা নেই। রোদ ঝলমলে আবহাওয়া গতকাল থেকেই। এতেই কিছুটা হলেও ঘাটালের পরিস্থিতির উন্নতির আশায় বুক বাঁধছে জলমগ্ন এলাকার বাসিন্দারা।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/10/07/diguad-2025-10-07-20-06-04.jpg)
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/10/07/whatsapp-image-2025-10-07-2025-10-07-15-40-45.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us