গলা অবধি জল! ডুবলো চাষের জমি! কাঁধে সাইকেল

কয়েক ঘন্টার বৃষ্টিতেই লোকালয় পরিণত হয়েছে বড় এক জলাশয়ে। বিপর্যস্ত জনজীবন। জলের তলায় চাষের জমি। ধান গাছ পচে যাওয়ার আশঙ্কা। কৃষকরা চিন্তিত। দায় কার? বেহাল নিকাশি ব্যবস্থা।

author-image
Pallabi Sanyal
New Update
11111111


দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : ভ্যাপসা গরম থেকে বাঁচতে ভরসা বৃষ্টি। আর টানা দুদিনের বৃষ্টিতেই কিনা বন্যা পরিস্থিতি! প্রবল বর্ষণে পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ অংশ জলের তলায়। কেশপুর ব্লকের ১৫ নং অঞ্চলের বিশ্বনাথপুরের রাস্তা জলের তলায়। যান চলাচল প্রায় বন্ধ। গত দুদিনের বৃষ্টিতে বিশ্বনাথপুর থেকে জামতলা যাওয়ার রাস্তায় জল। সাইকেল কাঁধে নিয়ে মানুষজনকে পারাপার করতে হচ্ছে। বাচ্চাদের গলা অবধি জল। বড়দের হঁটু জল। প্রয়োজনের তাগিদে এই অবস্থাতেও বাইরে বেরোতে হচ্ছে এলাকাবাসীদের। অন্যদিকে,ডেবরার দৌলতচক এলাকায় ক্যানেলের ওপরে থাকা ব্রিজের ওপর দিয়েও জল বইছে। ওই এলাকার বহু চাষের জমি জলের তলায়। মূলত নিকাশি না থাকায় এই পরিস্থিতি বলে জানা গিয়েছে। একই সঙ্গে পশ্চিম মেদিনীপুর ডেবরা ব্লকের শিবরামপুর এলাকাতেও বহু চাষের জমি জলের তলায়। সবে মাত্র ধান বোনা হয়েছে। এলাকার ঢালাই রাস্তাতেও জল উঠেছে।