বন্যা কবলিত আলিপুরদুয়ার!

উত্তরবঙ্গে অনবরত বৃষ্টির জেরে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ।

author-image
Aniruddha Chakraborty
New Update
,ক্মন

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃউত্তরবঙ্গে অনবরত বৃষ্টির জেরে একপ্রকার বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ভুটানে অবিশ্রান্ত বর্ষণের জন্যই ডুয়ার্স ও আলিপুরদুয়ারে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। আলিপুরদুয়ারের কালজানি এবং তোর্সা নদীতে হলুদ সংকেত জারি করা হয়েছে। কালজানি নদীর জল ক্রমাগত বাড়তে থাকার কারণে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এছাড়াও আলিপুরদুয়ারের ৯ নম্বর ওয়ার্ডের বিদ্যাসাগর কলোনী, ৫ নম্বর ওয়ার্ড, ১৮ নম্বর ওয়ার্ড, দ্বীপচর এলাকায় জলবন্দি কয়েক হাজার মানুষ। 

জানা গিয়েছে, আলিপুরদুয়ারের বিদ্যাসাগর কলোনী এলাকায় জলবন্দি প্রায় ৯০ টি পরিবার। নদীর জল পেরিয়ে খাবার জল আনতে শহরে ঢুকছেন গ্রামবাসীরা। বাঁধের উপর অস্থায়ী আস্তানা তৈরি করছেন সাধারণ মানুষ।