বন্যার ধাক্কা কাটিয়ে পুজোয় ফিরলো মেদিনীপুরবাসী

মন ভালো নেই অনেকের আর সেই কারণেই বাজেটে করা হয়েছে কাটছাট। 

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
d

File Picture

নিজস্ব সংবাদদাতা: বন্যা বিধ্বস্ত মেদিনীপুরেও এসেছে উমা। সমস্ত বিপদ কাটিয়ে দেবী দুর্গার আরাধনায় মেতে উঠেছে, প্রান্তিক জেলা মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুরে রয়েছে বিগ বাজেটের বেশ কয়েকটি পূজো। তবে এবারে একদিকে বিপর্যয় অন্যদিকে মন ভালো নেই অনেকের আর সেই কারণেই বাজেটে করা হয়েছে কাটছাট। 

২০২৪ সালের দুর্গাপুজোয় মেদিনীপুর শহরের বিভিন্ন পুজো মণ্ডপে রেকর্ড ভিড়। পঞ্চমীর দিন থেকেই ভিড়ে সামিল হয়েছেন সাধারণ মানুষ। রয়েছে সবচেয়ে আকর্ষণীয় বিধান নগর সার্বজনীন দুর্গাপুজো কমিটির পুজো। এবারে তাদের পুজো ৫৬ তম বর্ষে পদার্পণ করেছে। তাদের থিম কর্নাটকের শিব মন্দির। 
দক্ষিণের কর্ণাটক রাজ্যে প্রসিদ্ধ আঙ্কার ভাট মন্দিরের আদলে তৈরি করা হয়েছে এই মন্ডপ। যেখানে একসাথে অবস্থান করছেন শিব এবং দুর্গা। ষষ্ঠীর বিকাল থেকে রাত পর্যন্ত ব্যাপক ভিড় চোখে পড়ে মন্ডপে। অসাধারণ শৈলী এবং সৌকর্য দ্বারা ফুটিয়ে তোলা হয়েছে এই মণ্ডপ। রয়েছে আরও এক বিশেষ আকর্ষণীয় মণ্ডপ। 

bnghuyju

আনন্দপুরের ডায়মন্ড ক্লাবের এবারের থিম শৈশবকাল। প্রযুক্তি বন্দী হয়ে কোথায় যেন হারিয়ে গিয়েছে? শৈশবকাল আগের এবং আজকের শৈশবে রয়েছে বিস্তর ফারাক। তাই শিশুদের চোখ টানতে তৃতীয় বর্ষে তাদের এই উদ্যোগ। তাদের পুজোর বাজেট তিন লাখ টাকা। তবে শৈশবের এই নানান ছবি দেখতে ভিড় জমাচ্ছেন ৮ থেকে ৮০ সকলেই। শুধুমাত্র মণ্ডপ নয় প্রতিমা সজ্জাতে রয়েছে বিশেষ চমক। বিকাল হতেই হাজার হাজার মানুষের সমাগম বিগ বাজেটের এই পূজা মন্ডপ গুলিতে। প্রতিবছরের মতন এবারেও রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

Adddd