/anm-bengali/media/media_files/2024/10/24/Hw8397HcnOX88D8b6qCD.jpg)
নিজস্ব প্রতিবেদন : ঘূর্ণিঝড় 'ডানা'-এর কারণে বিমান চলাচলে ব্যাপক প্রভাব পড়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, আজ বিকেল ৫টা থেকে ২৫ অক্টোবর সকাল ৯টা পর্যন্ত সমস্ত ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে। এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে নিরাপত্তা নিশ্চিত করার জন্য, কারণ ঘূর্ণিঝড়ের প্রভাবে তীব্র বাতাস ও বৃষ্টিপাত হতে পারে। এ সময় যাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদেরকে তাঁদের বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে যাতে তারা নিজেদের ফ্লাইটের স্টেটাস সম্পর্কে জানাতে পারেন।
যাত্রীদের সুবিধার্থে, বিমানবন্দর কর্তৃপক্ষ জরুরি সেবা ও তথ্য প্রদান করছে। আশ্রয় কেন্দ্রগুলিতে সুরক্ষা ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিমানবন্দর কর্তৃপক্ষ নিয়মিত পর্যবেক্ষণ করছে এবং আপডেট দিচ্ছে।
এছাড়া, আবহাওয়া দপ্তর থেকেও পর্যায়ক্রমে তথ্য প্রদান করা হচ্ছে যাতে স্থানীয় বাসিন্দারা সচেতন থাকতে পারেন। জনসাধারণকে নিরাপদ স্থানে থাকতে এবং নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে।
#WATCH | Bhubaneswar | Flight operations will remain temporarily suspended from 1700 hours today to 0900 hours on 25th October due to cyclonic storm 'Dana' pic.twitter.com/2QaBsPqAMi
— ANI (@ANI) October 24, 2024
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us