মাল নদীতে ফের নামলো হড়পা বান, ভাসান নিয়ে চিন্তা বাড়লো প্রশাসনের

নবমীর দুপুরে মাল নদীতে ফের হড়পা বান দেখা দিল।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Murti-malbazar

File Picture

নিজস্ব সংবাদদাতা: ফের নিম্নচাপের দাপট বাংলায়। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নতুন নিম্নচাপ নবমীর রাত থেকেই দুর্যোগ ডেকে আনবে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

ঠিক এই পরিস্থিতির মধ্যেই নবমীর দুপুরে মাল নদীতে ফের হড়পা বান দেখা দিল। ২০২২ সালের দশমীর মর্মান্তিক ঘটনার স্মৃতি ফেরত আনল এদিনের বান। সেদিন প্রতিমা বিসর্জনের সময় আচমকা নেমে আসা হড়পা বানে প্রাণ হারিয়েছিলেন আটজন। এদিন আবারও বিসর্জন ঘাটে কাজ করা কর্মীরা অল্পের জন্য প্রাণে বেঁচে যান। আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

jayanti-river

স্থানীয় এক বাসিন্দা জানান, “দুপুর ১২টা ১০-১৫ মিনিট নাগাদ আচমকাই হড়পা বান নেমে আসে। জলের দাপটে লাইটের জন্য বসানো টাওয়ারটাও ভেসে যায়”। আতঙ্কের ছায়া স্পষ্ট চারপাশে। ঘটনার খবর পেয়ে মাল নদীর ঘাটে পৌঁছন জলপাইগুড়ির জেলাশাসক সামা পারভিন এবং জেলা পুলিশ সুপার খান্ড বাহালে উমেশ গনপত। পরিস্থিতি খতিয়ে দেখেন তাঁরা।

প্রশাসন জানিয়েছে, ২০২২ সালের ভয়াবহ ঘটনার পর থেকে বিসর্জনের সময় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। এবারও সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে। তবে নিম্নচাপের জেরে আগামী কয়েকদিন উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় চিন্তা বাড়ছে।

আবহাওয়া দফতর বলছে, একাদশী ও দ্বাদশীতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। লাগাতার বৃষ্টির ফলে দার্জিলিং, কালিম্পং ও সিকিমে ধস নামার ঝুঁকি প্রবল। ফলে উত্তরবঙ্গ ও সিকিমমুখী পর্যটকদের বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে।