ভাইফোঁটার বাজারে আকাশছোঁয়া মাছের দাম

ডেবরায় মাছ বাজারে আকাশছোঁয়া দাম।

author-image
Debjit Biswas
New Update
WhatsApp Image 2025-10-23 at 1.26.15 PM

bbb

নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ডেবরা মাছ বাজারে আজ সকাল থেকেই উপচে পড়েছে ভিড়। যদিও আজ বৃহস্পতিবার হওয়ায় মাংস বা সব্জির দোকানে সেইভাবে ভিড় নেই। তবে ভাইফোঁটায়  মাছ কিনতে গিয়েই ছেঁকা লেগেছে মধ্যবিত্তের পকেটে। ৭০০ গ্রাম ওজনের ইলিশের দাম আজ ২ হাজারের ওপর। ৪০০ গ্রাম ইলিশের দাম ১২০০ টাকা। এছাড়াও কাতলা ৩৫০ টাকা , ছোটো চিংড়ি ৭০০ টাকা, পমফ্রেট মাছের দাম যাচ্ছে ৮০০ টাকা।

FISH

অপরদিকে সব্জিতে ফুলকপি ৭০ টাকা পিস,বেগুন ১০০ টাকা কেজি,দাম বেড়েছে পটল এবং কুদরীরও ৷