লক্ষাধিক টাকার ব্যাবসা হয় বালিচকের মাছের আড়তে

বালিচকের মাছের আড়ত।

author-image
Debjit Biswas
New Update
WhatsApp Image 2025-10-24 at 11.24.40 AM

balichak

নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুর জেলার অন্যতম গুরুত্বপূর্ণ জায়গার নাম বালিচক। যেখানে রেল স্টেশনের পাশাপাশি বেশিরভাগ সরকারি অফিস রয়েছে। সেই বালিচক এলাকাতেই দীর্ঘ কয়েক বছর আগে শুরু হয়েছিল মাছের আড়ত। সেইসময় হাতেগোনা কয়েকজনকে নিয়েই ব্যাবসা হত। কিন্তু এখন সেই মাছের আড়তে ভরা জোয়ার। প্রতিদিনই লক্ষাধিক টাকার ব্যাবসা হয়। দেশী মাছ থেকে শুরু করে সামুদ্রিক মাছ সমস্ত কিছুরই পাইকারি ব্যাবসা চলছে বালিচকে। ভোর ৩টে থেকে সকাল ৭টা পর্যন্ত এখানে পাইকারি বেচাকেনা হয়। এইমুহুর্তে ডেবরা,সবং,পিংলা,ও খড়্গপুর ২ নং ব্লকের প্রায় ৩০০ জন খুচরো ব্যাবসায়ী হাজির হয় মাছ কেনার জন্য।

digbijay da add

যারা ছোটো ছোটো বাজারে,মোড়ে,পাড়ায় পাড়ায় ঘুরে মাছ বিক্রি করে তারা পাইকারি মুল্যে বালিচকের ওই মাছের আড়ত থেকে মাছ কিনে নিয়ে যায়। আর তাদের যেতে হয়না মেছেদা,কোলাঘাট,বা পটাশপুর। এতে অল্প সময়ের মধ্যেই তারা মাছ কিনে নিজেদের বাজারে চলে যেতে পারে। দেশী রুই,কাতলা,পোনা,সামুদ্রিক ইলিশ,ভোলা,পমফ্রেট, চিংড়ি সবই পাইকারি মুল্যে খুচরো ব্যাবসায়ীদের দেওয়া হয় ৷ বর্তমানে ১২ জন আড়তদার রয়েছে এই বালিচকে।