New Update
/anm-bengali/media/media_files/Effw6B7iL0zG7zuuv7Eg.jpg)
দিগ্বিজয় মাহালী, দীঘা : দীঘা মোহনায় উঠলো কয়েক লক্ষ টাকার কই ভোলা মাছ। যা দেখার জন্য সাধারণ মানুষ থেকে পর্যটকরা রীতিমতো ভিড় জমিয়েছেন দীঘা মোহনায়। গত সোমবার কয়েক লক্ষ টাকার তেলিয়া-ভোলা মাছ উঠেছিল। মঙ্গলবার উঠলো কই-ভোলা মাছ। এই ধরনের মাছ খুবই দামি হয়ে থাকে। মৎস্য শিকারের মরসুমের শুরুতে লাভের মুখ দেখছে মৎস্যজীবীরা। ইলিশে গুঁড়ি বৃষ্টি শুরু হলেও তেমন পরিমাণে দেখা যাচ্ছে না ইলিশ। তেলিয়া-ভোলা ও কই-ভোলা মাছ সাধারণত বিদেশে রপ্তানি হয়ে থাকে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us