/anm-bengali/media/media_files/2025/08/28/whatsapp-image-2025-08-28-2025-08-28-16-18-04.jpeg)
নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর: পর্যটন শহর দীঘায় এবার যাত্রী সাথী অ্যাপ। দীঘায় ঘুরতে আসা পর্যটকদের আর কোনও চিন্তা নেই। বাড়তি ভাড়ার জুলুমবাজি ও দীঘার বিভিন্ন পর্যটন এলাকা ঘুরতে যাওয়ার ক্ষেত্রে আর কোনও সমস্যা নেই, কারণ এবার হাতের মুঠোয় যাত্রী সাথী। এক ক্লিকেই পৌঁছে যাবে গাড়ি। যাত্রী সাথী দেশের মধ্যে সরকারি উদ্যোগে তৈরি হওয়া প্রথম মোবাইল অ্যাপ। দিনে রাতে যখন খুশি ‘যাত্রী সাথী’র পরিষেবা মেলে। এই অ্যাপে এবার সরকারি বাসের তথ্য মিললে অনেক উপকার হবে যাত্রীদের।
দীঘা এলাকায় ৫টি বিশেষ মোটর বাইক থাকবে মনিটারিং করার জন্য। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য বলেন, "দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পর দীঘায় পর্যটকের সংখ্যা বেড়েছে, যানজটও বেড়েছে। তাই যানজট নিয়ন্ত্রণ করার জন্য তৎসহ ভাড়ার জুলুমবাজি বন্ধ করার জন্য সরকারি যাত্রী সাথীর শুভ উদ্বোধন করা হল আজ"। যাত্রীদের নিরাপত্তা এবং কম পয়সায় পরিষেবা দেওয়ার জন্যই তৈরী হয়েছিল ‘যাত্রী সাথী’। হলুদ ট্যাক্সিকে আরও বেশি করে কাজে লাগানো হয় এতে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/08/28/whatsapp-image-2025-08-28-2025-08-28-15-48-37.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us