লক্ষীর ভান্ডারের টাকা জমিয়েই প্রথমবার দুর্গাপুজো করতে চলেছে কমরগঞ্জের মহিলারা

পুজোর জন্য গ্রামে একটি আটচালাকে বেছে নেওয়া হয়েছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-09-14 at 22.50.08

File Picture

নিজস্ব সংবাদদাতা: পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কমরগঞ্জ গ্রাম। এই গ্রামে কোনো দিন দুর্গাপুজো হয়নি। এর জেরে দুর্গাপুজোর সময় কমরগঞ্জ গ্রামের মহিলাদের পুজার্চনার জন্য পাশের ৮ ও ৬ নম্বর ওয়ার্ডে যেতে হতো। নিজেদের গ্রামে অন্যান্য পুজো হলেও দুর্গাপুজো হতোনা। এবার সেই আক্ষেপ ঘুচতে চলেছে। কমরগঞ্জ গ্রামের ১৫ -২০ জন মহিলা উদ্যোগ নিয়েছেন গ্রামে এবার দুর্গাপুজো হবে।

পুজোর জন্য গ্রামে একটি আটচালাকে বেছে নেওয়া হয়েছে। প্রথম বছর পুজো সেভাবে জাঁকজমকপূর্ণ আয়োজন না হলেও, আটচালাকে মণ্ডপ হিসাবে ব্যবহার করে তা সাজিয়ে তুলে সেখানেই দুর্গা প্রতিমার পুজো হবে সমস্ত রকম রীতিনীতি মেনে। তারই প্রস্তুতি চলছে জোরকদমে। নাম দেওয়া হয়েছে কমরগঞ্জ সার্ব্বজনীন দুর্গোৎসব। পরিচালনায় কমরগঞ্জ ভারতী সংঘ মহিলা দুর্গোৎসব কমিটি। 

কমিটির অন্যতম সদস্য মুনমুন কুন্ডু, পিঙ্কি দাস, কৃষ্ণা সাহারা জানান, কমিটির মহিলারা তাদের গচ্ছিত লক্ষীর ভান্ডারের টাকা দেবে পাশাপাশি গ্রামে বাকি পরিবারের মহিলাদের কাছেও আবেদন করা হয়েছে তাদের অনেকেই সাড়া দিয়েছে। পুজো নিয়ে গ্রামে ইতিমধ্যে মিটিংও করা হয়েছে সবার সাহায্য সহযোগিতার জন্য। প্রথম বছর পুজো খরচের সঠিক হিসাব আন্দাজ করতে পারছে না তারা। লক্ষীর ভান্ডারের টাকার পাশাপাশি কমিটির মহিলারা দলে ভাগ হয়ে সন্ধ্যায় চন্দ্রকোনা শহরে দোকানে দোকানে ঘুরে অর্থ সংগ্রহ করছে। এতে যে যেমন পারছে স্বইচ্ছায় দিচ্ছে, সবারই ভালো সাড়া মিলছে তারাও উৎসাহ দিচ্ছে।

মহিলাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন চন্দ্রকোনা পৌরসভার চেয়ারম্যান প্রতিমা পাত্র। তিনি বলেন, "পৌর এলাকায় আগের বছর মোট ১৫টি পুজো হতো এবছর দুটি বেড়ে ১৭টি হয়েছে। তারমধ্যে কমরগঞ্জের মহিলাদের উদ্যোগে পুজোও রয়েছে। ৯ নম্বর ওয়ার্ডে দুর্গাপুজো হতোনা, এবছর প্রথম ওই ওয়ার্ডের কমরগঞ্জ গ্রামে মহিলা পরিচালিত পুজো হবে। আমি খুশি মহিলাদের এই উদ্যোগে। আগামী দিনে মহিলাদের এই পুজো চালিয়ে যেতে সরকারি অনুদানের জন্য আমার সাহায্য চাইলে অবশ্যই তা করবো"।

কমরগঞ্জ গ্রামে যেমন এবছর প্রথম দুর্গাপুজো হতে চলেছে গ্রামের মহিলাদের হাত ধরে, তেমনই চন্দ্রকোনা পুর এলাকাতেও প্রথম মহিলা দ্বারা দুর্গাপুজো হবে বলে জানা গেছে। পুজোর আর মাত্র কয়েকটা দিন বাকি, তার আগে মহিলাদের এই সাহসীনী রূপ সত্যিই প্রশংসা কুড়াচ্ছে।