New Update
/anm-bengali/media/media_files/rAkHjAAAsreGGbdV4X8Z.jpg)
নিজস্ব সংবাদদাতা: ৫৩ দিন ধরে অধরা শেখ শাহজাহান। এবার তাঁর ভাই শেখ সিরাজউদ্দিনের বিরুদ্ধে এফআইআর দায়ের করল সন্দেশখালি থানার পুলিশ। সিরাজের বিরুদ্ধে জমি জবরদখল, মারধর, হুমকি সহ শতাধিক অভিযোগ জমা পড়েছে পুলিশের ক্যাম্পে। অভিযোগ খতিয়ে দেখে শেখ শাহজাহানের ভাইয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। যদিও এখনও সিরাজের নাগাল পায়নি পুলিশ। শেখ শাহজাহানের মত তাঁর ভাইও কেন অধরা, প্রশ্ন তুলছেন সন্দেশখালির বাসিন্দারা।
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/media_files/u3uDLlVnxcgvLqgwZpHK.jpeg)
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us