New Update
/anm-bengali/media/media_files/UtIqjS4W1cbnloMa0isl.jpg)
ট্রেন দুর্ঘটনার ছবি
দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : বালাসোরে ট্রেন দুর্ঘটনায় নিহত ডেবরার এক বাসিন্দা। এই নিয়ে পশ্চিম মেদিনীপুর জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩ জন।
/anm-bengali/media/media_files/e8eUwzm6tRVqGuBW6ij7.jpg)
নিহত ডেবরার বাসিন্দা
জানা যায়, ফার্নিচারের কাজে চেন্নাই যাবেন বলে 'অভিশপ্ত' করমন্ডল এক্সপ্রেসে উঠেছিলেন ডেবরা ব্লকের বনবারাসতী এলাকার বাসিন্দা বছর ৪০ এর মহম্মদ ফিরদৌস। দুর্ঘটনার পর থেকেই খোঁজ মিলছিল না তার। চিন্তায় ছিল গোটা পরিবার। অবশেষে তার মৃত্যুর খবর আসতেই পরিবারের নামলো শোকের ছায়া। পশ্চিম মেদিনীপুরে নিহত আরো ২ জনের বাড়ি চন্দ্রকোনা ও গড়বেতায়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us