"আমি মন্ত্রী হিসেবে কড়া পদক্ষেপ গ্রহণ করব"- কেন বললেন ফিরহাদ?

কি প্রসঙ্গে এই দাবি মন্ত্রীর?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-08-21 at 3.03.14 PM

হরি ঘোষ, দুর্গাপুর: দুর্গাপুর নগর নিগম নির্বাচন প্রসঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের ঘাড়ে দায় চাপালেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন যে কেন নির্বাচন হচ্ছে না এই বিষয়ে বলতে পারবে একমাত্র রাজ্য নির্বাচন কমিশন। 

বুধবার দুর্গাপুরে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের সংস্কার হওয়ার পর নতুনভাবে সেজে উঠেছে। সেই ভবনগুলির উদ্বোধন করলেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন ফিরহাদ হাকিম। তারপরেই আসানসোল-দুর্গাপুরের শিল্পপতিদের সাথে শিল্প পরিকাঠামোর উন্নয়ন নিয়ে বৈঠক করেন মন্ত্রী ফিরহাদ হাকিম, রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার ও আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত। এই প্রসঙ্গে মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, "দুর্গাপুরে ইস্পাত নগরীর সাথে স্বাস্থ্য নগরীও হচ্ছে। দুর্গাপুর যাতে তথ্য প্রযুক্তি হাবে পরিণত হয় সেই নিয়েও আলোচনা হয়েছে। দুর্গাপুর তথ্য প্রযুক্তি হাবে পরিণত হলে দুর্গাপুরের ভূমিপুত্ররা সুযোগ পাবে"। নগর নিগমে নিয়োগে অস্বচ্ছতা প্রসঙ্গে মন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "এইরকম যদি অভিযোগ আমার কাছে আসে তাহলে আমি মন্ত্রী হিসেবে কড়া পদক্ষেপ গ্রহণ করব"। তারপরেই তিনি দুর্গাপুর নগর নিগমের একটি অনুষ্ঠানে যান। উপস্থিত ছিলেন দুই মন্ত্রীর পাশাপাশি জেলাশাসক পন্নামবলাম এস, মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়, প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান সুভাষ মন্ডল প্রমুখ।

gg