Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/g4CGpHJlGVEsRPL1T1VH.png)
নিজস্ব প্রতিনিধি: পূর্ব মেদিনীপুরের (East Medinipur) এগরায় (Egra) বাজি কারখানায় (Firecrackers Factory) হওয়া ভয়াবহ বিস্ফোরণ (Blast) নিয়ে উঠে এলো বিস্ফোরক তথ্য। জানা গেছে যে এগরায় যে বাজি তৈরির কারখানায় বিস্ফোরণ হয় সেটি ছিল সাহাড়া অঞ্চলের ১৭৭ নং খাদিকুল বুথের তৃণমূল নেতা (TMC Leader) কৃষ্ণপদ বাগ ওরফে ভানু বাগের বাজি তৈরির কারখানা। সেখানে বাজি তৈরির আড়ালে বোমা (Bomb) তৈরি করা হচ্ছিল বলে অভিযোগ। এর থেকেও ভয়ানক তথ্য পাওয়া গেছে। বিস্ফোরণে বহু মানুষের মৃত্যু হয়েছে। তারপর নাকি পুলিশের উপস্থিতিতেই দেহগুলো পাচার করা হয়েছে ওড়িশায়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us