চারিদিকে চিৎকার-কান্না-ছোটাছুটি! হাসপাতালে আগুন

শর্ট সার্কিটের জেরে হাসপাতালের বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হয়।

New Update
জম্বন

collected

নিজস্ব সংবাদদাতাঃ দার্জিলিং জেলা হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড। জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় হঠাৎ  হাসপাতালের অক্সিজেন স্টোর রুমে শর্ট সার্কিট হয়ে যায়। ঘটনাটি ঘটেছে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে। সূত্রে খবর, হঠাৎ করে বিকট একটি শব্দ হয় আর তারপরই ধোঁয়া বেরোতে দেখা যায় অক্সিজেন স্টোর রুম থেকে। আগুন লাগার সঙ্গে সঙ্গে ধোঁয়ায় ঢেকে যায় অক্সিজেন স্টোর রুমের আশপাশের জায়গা। ঘটনার পর সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। দ্রুত দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় এবং যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা গিয়েছে, আগুন লাগার সঙ্গে সঙ্গে হাসপাতালের কর্মীরা আগুন নেভানোর কাজে হাত লাগান। হাসপাতালে যে ফায়ার এক্সটিংগুইশারগুলো ছিল, সেগুলো দিয়েই আগুন নেভানোর চেষ্টা করেন তাঁরা। ৭-৮টি ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করা হয়। দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।