নিজস্ব সংবাদদাতাঃ শাক-সবজি কিনতে গেলেই বাজারে দাম শুনেই চোখ কপালে উঠে যাচ্ছে মধ্যবিত্তদের। এই পরিস্থিতিতে বাজারে আসতে চলেছে ভূটানি আলু।
/anm-bengali/media/post_attachments/3ebd19fedf1ff4768cd8663857826378d26fff6cf648c3bd81c1827aef5ec4d6.jpg)
জানা গিয়েছে যে, এই আলু দামেও কম এবং অন্যান্য আলুর চেয়ে ভালো। আরও জানা গিয়েছে যে, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আনতেই সরকার ভূটান থেকে আলু আমদানি করতে চলেছে। শুধু ভূটানই নয়, অন্যান্য দেশ থেকেও আলু আমদানির ভাবনাচিন্তা করছে সরকার।
/anm-bengali/media/post_attachments/10a28c9af62457df31672cd8cc27e832e4436785bca217efb04708bee88cb86b.jpg?im=FitAndFill=(596,336))
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)