/anm-bengali/media/media_files/2025/04/03/1000180681-107701.jpg)
নিজস্ব সংবাদদাতা : মধ্যপ্রদেশের ভিন্দ জেলায় একটি কাপড়ের গুদামে হঠাৎ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, ফলে গোডাউনের ভেতরে রাখা বিপুল পরিমাণ কাপড় ও অন্যান্য সামগ্রী পুড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। দমকল বিভাগ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। দমকলকর্মীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও আগুন নেভানোর কাজে সহায়তা করছেন। আগুনের তীব্রতা বেশি থাকায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, অনেকেই নিরাপদ স্থানে সরে যান।
/anm-bengali/media/media_files/2025/04/03/1000180683-615023.jpg)
আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে। এখনো পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে গুদামের ভেতরে থাকা মালামালের ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। দমকল কর্মীরা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
#WATCH | Fire breaks out in a clothes godown in Madhya Pradesh's Bhind; Fire Department personnel engaged in dousing the fire pic.twitter.com/cO4yrSy0e4
— ANI (@ANI) April 3, 2025
#WATCH | Fire breaks out in a clothes godown in Madhya Pradesh's Bhind; Fire Department personnel engaged in dousing the fire pic.twitter.com/cO4yrSy0e4
— ANI (@ANI) April 3, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us