ভর সন্ধ্যায় অগ্নিকাণ্ড, পুড়ে ছাই শুকনো খড়

কোথায় ঘটে গেল এই ঘটনা?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-07-23 at 5.34.16 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: ভর সন্ধ্যায় দাসপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড। পুড়ে ছাই হল কয়েক বিঘা জমির শুকনো খড়। এই নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায়। 

জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে দাসপুর থানার অন্তর্গত রামপুর পালপাড়া এলাকায়। ওই পাড়ার বাসিন্দা নির্মল পালের বাড়ির সামনে থাকা খড়ের গাদায় হঠাৎ করে আগুন লেগে দাউ দাউ করে জ্বলে ওঠে আগুনের লেলিহেন শিখা। স্থানীয় মানুষের নজরে এলে আগুন নেভানোর জন্য প্রাণপণ চেষ্টা করে তারা। আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসার পর দমকলে খবর দিলে তারা এসে আগুন নেভায় বাকি খড় বাঁচানোর জন্য। জানা যায় যে বাড়িতে গবাদি পশু থাকায় সেই খড় ব্যবহার করার জন্য রাখা হয়েছিল। কিন্তু হঠাৎ আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায় সবকিছু। তবে কি কারনে আগুন লাগল তা এখনও জানা যায়নি। ইতিমধ্যে বিষয়টি নিয়ে দাসপুর থানায় জানানো হয়েছে।


Fire