New Update
/anm-bengali/media/media_files/2025/06/05/k6WOZjCG1mtsLXUvijOA.jpeg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: গ্যাস সিলিন্ডারের পাইপ লিক করে দোকানে লাগল আগুন। আগুন নেভাতে হাজির দমকলের ইঞ্জিন। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের ইন্দা খড়গপুর কলেজ এলাকায়। রাজ্য সড়কের পাশে থাকা একটি ইডলি-দোসা বানানোর দোকানে হঠাৎ করে গ্যাস সিলিন্ডারের পাইপ লিক করে আগুন লেগে যায়। দোকানে দাউদাউ করে আগুন দেখা মাত্রই স্থানীয় লোকেদের তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা করা হয়। দমকলে খবর দিলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দোকানে আগুন লাগা মাত্রই কর্মচারীরা দোকান ছেড়ে বেরিয়ে চলে যাওয়ায় হতাহতের কোনও খবর নেই।
/anm-bengali/media/media_files/2024/12/19/9QPqs1TAfR9IY9qcqwW9.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us