দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুনের শিখা! হুলুস্থুলু কাণ্ড

ফের একবার ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গেল। মঙ্গলবার পাঁশকুড়ায় (Panskura) দাঁড়িয়ে থাকা মাল গাড়িতে আগুনের শিখা দেখা দিল। এদিকে এহেন ঘটনাকে ঘিরে মানুষের মধ্যে হুলুস্থুলু কাণ্ড ঘটে যায়।

author-image
SWETA MITRA
New Update
panskura.jpg

নিজস্ব প্রতিনিধি পাঁশকুড়াঃ আজ মঙ্গলবার পাঁশকুড়ায় (Panskura)দাঁড়িয়েথাকামালগাড়িতেআগুনেরশিখা দেখা দিল। এদিকে এহেন ঘটনাকে ঘিরে মানুষের মধ্যে হুলুস্থুলু কাণ্ড ঘটে যায়। এদিকে খবর পেলে তড়িঘড়িঘটনাস্থলেদমকলেরএকটিইঞ্জিন গিয়েআগুননিয়ন্ত্রণে আনে।  এদিন পূর্বমেদিনীপুরজেলার  পাঁশকুড়াস্টেশননম্বরপ্ল্যাটফর্মেরউপরদাঁড়িয়েথাকাকয়লাবোঝাইমালগাড়িতেআগুনদেখতেপায়েযাত্রীরা।তৎক্ষণাৎপাঁশকুড়ারদমকলকেখবরদেওয়াহয়।