পাকুয়াহাটে নির্মীয়মাণ বিল্ডিংয়ে ভয়াবহ আগুন

কি করে লাগল আগুন?

author-image
Anusmita Bhattacharya
New Update
Fire

নিজস্ব সংবাদদাতা, মালদহ: রাতের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ দাউদাউ করে জ্বলে উঠল আগুন। বামনগোলা ব্লকের পাকুয়াহাট সদর এলাকার স্টাইল বাজারের পাশে নির্মীয়মাণ তিনতলা ভবনের ছাদ ঢালাইয়ের সাটারিং কাঠে আগুন লাগে বলে জানা যায়। আর সেই আগুন দেখেই নাকি ছুটে আসেন স্থানীয়রা। মুহূর্তে এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। খবর পেয়ে পাকুয়াহাট ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে দমকলের একটি ইঞ্জিন গিয়ে প্রায় সাড়ে দশটা নাগাদ আগুন নেভায়। কীভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি। ভবন মালিকের বাড়ি হবিবপুরের বুলবুলচণ্ডীতে বলে জানা গিয়েছে।

WhatsApp Image 2025-12-07 at 6.15.50 PM