পিংলায় বিধ্বংসী অগ্নিকাণ্ড,—প্রায় ২০০ বিঘা জমিতে আগুন, ভস্মীভূত তিন বিঘা জমির ধান

অভিযুক্তের শাস্তির দাবিতে সরব গ্রামবাসী।

author-image
Anusmita Bhattacharya
New Update
Screenshot 2025-12-08 164243

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: ধান চাষের জমিতে ন্যাড়া পোড়ানো দণ্ডনীয় অপরাধ জেনেও আইনের চোখে বুড়ো আঙ্গুল দেখিয়ে বিঘের পর বিঘে জমিতে ন্যাড়া পুড়িয়ে চলেছে একাধিক ধান চাষী। পশ্চিম মেদিনীপুরের পিংলা থানার দুজিপুর এলাকায় এক কৃষিজীবীর ন্যাড়া পোড়ানোর আগুন ছড়িয়ে একাধিক বিঘা ও ফসল ভস্মীভূত। এই অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। রবিবার দুপুর সাড়ে বারোটার সময় ঘটে যাওয়া এই ঘটনায় প্রায় আড়াই বিঘা ধান, আশপাশের নেটসাব ও জলনিয়ন্ত্রণ পাইপসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছে ক্ষতিগ্রস্তরা।

অভিযোগকারী শ্রীহরি টুডু জানিয়েছেন তিনি অত্যন্ত একজন দারিদ্র্য ভাগ চাষী। পাশের গ্রাম থেকে এসে দুজিপুর এলাকায় ভাগে ধান চাষ করেছিলেন প্রায় তিন বিঘে জমিতে। কিন্তু আগুনে পুড়ে তিনি সর্বস্বান্ত। কিভাবে কি করবেন বুঝে উঠতে পারছে না। দুজিপুর এলাকায় অনুপ মাইতি নামক এক ব্যক্তি ন্যাড়া পোড়াতে গিয়ে তার তিনবিঘে জমির ধান পুড়িয়ে দিয়েছে। তিনি চান পুড়ে যাওয়া ধানের ক্ষয়ক্ষতি ফিরিয়ে দিক অনুপ মাইতি। অন্যদিকে অভিযোগকারী কুশধ্বজ দোলাই বলেছেন, “অনুপ মাইতি তার নিজের ধানজমিতে নাড়া পুড়োয়, সেই সময় মুহূর্তের মধ্যেই আগুন ছড়ে পরে একাধিক ধান জমিতে। আমার রাজনী ফুলের জমির প্রায় ৯০০ ফুট জলনির্গমন পাইপ, নেটসাব সব পুড়ে ছাই হয়ে গেছে। আমরা ক্ষতিপূরণ চাই এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা দাবি করছি"।

স্থানীয় পঞ্চায়েত সদস্য শীতল কুমার ওঝা জানান, “আগুন দ্রুত ছড়িয়ে প্রায় ২০০ বিঘা এলাকায় এক চাষী ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। এলাকাবাসী মিলে আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যাপক উত্তরের হাওয়ার কারণে নিয়ন্ত্রণ সহজ হয়নি। আমরা প্রশাসনের কাছে ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত ও বিচারের দাবি জানিয়েছি।”

এদিকে অভিযুক্ত অনুপ মাইতি সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন, “আমি আগুন ধরাতে যাইনি—এমন কোনো কাজ আমার থেকে হয়নি। ঘটনাটি কীভাবে ঘটেছে, পুলিশের তদন্তেই পরিষ্কার হবে"।

ঘটনার পর সোমবার সকালে পিংলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। স্থানীয়দের করা অভিযোগ ও ক্ষতিগ্রস্ত ব্যক্তির লিখিত অভিযোগ গ্রহণ করে পুলিশ ক্ষতিগ্রস্ত জমির সর্বোচ্চ তদন্ত ও প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করবে বলে জানিয়েছে। তদন্তে দাবিকৃত ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ নির্ধারণ করা হচ্ছে। এলাকায় আপাতত উদ্বেগ এবং ক্ষোভ বিরাজ করছে।

Screenshot 2025-12-08 164225