/anm-bengali/media/media_files/2025/10/21/whatsapp-image-2025-10-21-2025-10-21-13-51-59.jpeg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: সোমবার দীপাবলীর রাতেই বিষাদের সুর কেশিয়াড়ির বড়চাটি এলাকায়। বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হল এলাকার দুটি বাড়ি। পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ির খাজরা গ্রাম পঞ্চায়েতের বরচাটি এলাকার সর্বেশ্বর মাইতি ও সুরেন মাইতির খড়ের চালে দাউ দাউ করে জ্বলে যায় আগুন। সাধারই মানুষ সেখানে উপস্থিত হয়ে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে গেলেও ব্যর্থ হয় আর তখন খবর দেওয়া হয় দমকলে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁয় ও স্থানীয়দের মিলিত প্রচেষ্টায় প্রায় ২ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা যায়। তবে পুড়ে ছাই হয়ে যায় বাড়ির মধ্যে থাকা জিনিসপত্র। এলাকাবাসী ও পরিবারের লোকের দাবি এলাকায় বাজি বা ফানুস থেকেই এই আগুন লাগার ঘটনা ঘটেছে। এলাকাবাসীর দাবি।, ফানুস এসেই সর্বেশ্বর মাইতির খড়ের চালের উপর প্রথমে পড়ে আর দাউ দাউ করে জ্বলে উঠে খড়ের চালটি। তার বাড়ির পাশেই সুরেন মাইতির বাড়ি থাকায় সেখানেও সেই আগুন ছড়িয়ে পড়ে, যার ফলে কয়েক ঘণ্টার মধ্যেই পুড়ে ছাই হয়ে যায় দুটি বাড়ি। যদিও ঘটনাস্থলে কেশিয়াড়ি থানার পুলিশ পৌঁছে বিষয়টি খতিয়ে দেখে। আলোর উৎসবের সময় মানুষের আনন্দ কার্যত অন্ধকারে ভরে গেল।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2024/11/29/1000113388.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us