/anm-bengali/media/media_files/2024/11/20/Y8NORPSAAZeD2UotbjVm.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: পথ কুকুরকে মেরে ফেলার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। থানায় লিখিত অভিযোগ দায়ের তার বিরুদ্ধে। ঘটনাটি মেদিনীপুর সদরের কঙ্কাবতী গ্রাম পঞ্চায়েতের খয়েরুল্লাচক এলাকায়। অভিযোগ পেয়ে মামলা রুজু করেছে পুলিশ। জানা গিয়েছে, খয়েরুল্লাচক এলাকার আকাশ বেরা (২৭) নামে এক যুবক শুক্রবার বিকেলে এক পথ কুকুরকে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলেন। স্থানীয়রা দেখতে পেয়ে তাকে বাধা দেওয়ার চেষ্টা করলেও কোনো কথা শোনেননি। এর আগেও ওই যুবক একাধিকবার কুকুরকে মারার চেষ্টা করেছিল বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পথ কুকুরদের নিয়ে কাজ করা যুবক শিবু রানা। পরে স্থানীয় বাসিন্দা উত্তম রায় গুড়গুড়িপাল থানায় লিখিত অভিযোগ জানান। সেই অভিযোগের ভিত্তিতে আকাশ বেরার নামে মামলা রুজু করে পুলিশ। মৃত কুকুরটিকে উদ্ধার করে পশু হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। উত্তম বলেন, "এর আগেও একাধিকবার কুকুরকে পিটিয়ে মারার চেষ্টা করেছে। বোঝানোর চেষ্টা করলেও কোনোভাবে তিনি বুঝতে চান নি। আমরা চাই দোষীর শাস্তি হোক। যাতে আগামীদিনে পথ কুকুরদের মেরে ফেলার চিন্তা ভাবনা কেউ না করতে পারে।" ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।