New Update
/anm-bengali/media/media_files/0jfmZnH81B2E2y0L2D3j.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ দিন দুয়েক আগেই ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী হয়েছে বাংলা। এই ঘটনায় মালগাড়ির চালককে দোষী মানা হয়েছে। শুধু তাইই নয়, তার বিরুদ্ধে মামালাও দায়ের করা হয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে যে, চৈতালি মজুমদার নামের এক যাত্রীর অভিযোগের ভিত্তিতেই এই মামলা দায়ের করা হয়েছে।
/anm-bengali/media/post_attachments/d57fb7f0-8f2.png)
তবে ওই যাত্রী দাবী করেছেন যে তিনি এই বিষয়ে কিছুই জানেন না। তিনি জানিয়েছেন, '' আমি কোনও অভিযোগ দায়ের করিনি। কাল সারাদিন আমি হাসপাতালে ছিলাম। আর আমি কেন এফআইআর করতে যাব ? '' তিনি আরও জানেন যে, '' দুজন আরপিএফ এসেছিলেন আমার সঙ্গে কথা বলতে। ''
/anm-bengali/media/post_attachments/3abf7fcfe9af7c9119db99d9490a52d5e673139f6d564f9645fd5b9326235039.jpg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us