জেলা পুলিশের 'সেফ ড্রাইভ সেভ লাইফ' হোর্ডিং খুলে ফেলায় এফআইআর আরপিএফ- এর বিরুদ্ধে!

কোন জেলায় ঘটল এই ঘটনা?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-07-22 at 7.12.08 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের 'সেফ ড্রাইভ সেভ লাইফ' হোর্ডিং খুলে ফেলায় এফআইআর দায়ের হল আরপিএফ-এর বিরুদ্ধে। মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া জেলা পুলিশের পথ নিরাপত্তা কর্মসূচিরই সুবিশাল হোর্ডিং শুক্রবার (১৮ জুলাই) খুলে দেয় আরপিএফ। ঘটনা ঘিরে ওইদিন দুপুরে ব্যাপক উত্তেজনা ছড়ায় 'রেলশহর' খড়গপুরের সাউথ সাইড এলাকায়। আরপিএফ-এর সাথে বচসা বাঁধে তৃণমূল নেতাদের। তাঁদের অভিযোগ ছিল, মুখ্যমন্ত্রীকে চরম অপমান করা হয়েছে। রাজ্যের মাটিতে এভাবে রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবি ছিঁড়ে মাটিতে ফেলে দেওয়া যায় না। পরে আরপিএফ-এর এই 'তুঘলকি' মনোভাবের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন খড়গপুরের এসডিপিও ধীরজ ঠাকুরের নেতৃত্বে জেলা পুলিশের আধিকারিকরা। চাপের মুখে 'ক্ষমা' চায় আরপিএফ। আরপিএফ-এর শীর্ষ আধিকারিকরা বলেন, "আমরা ভেবেছিলাম কোনও রাজনৈতিক কর্মসূচির প্রচার। সরকারি ব্যানার বলে বুঝতে পারিনি আমরা"। পরে ওই হোর্ডিং আবারও যথাস্থানে লাগিয়ে দেয় পুলিশ। প্রতিবাদ করেনি আরপিএফ। তবে, এতে অবশ্য বরফ গলেনি। শুক্রবার সন্ধ্যায় আরপিএফ-এর খড়গপুর টাউন পোস্টের ওসি আর.পি সিনহার বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করে খড়গপুর টাউন থানার পুলিশ। সোমবার ২১ শে জুলাইয়ের মঞ্চ থেকেও গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার খড়গপুরের ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "এতবড় সাহস। বাংলায় থাকবে আর আমার পোস্টার ছিঁড়বে! আমরা ধরে ফেলেছি। আপনাদেরকেও ধরতে হবে। মনে রাখবেন, সেন্ট্রাল ফোর্স বিজেপি নয় আর স্টেট ফোর্স মানে তৃণমূল নয়। পুলিশ, প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করতে হয়"। মঙ্গলবার জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার বলেন, "রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রীর ছবি সম্বলিত পথ নিরাপত্তা কর্মসূচির হোর্ডিং খুলে মাটিতে ফেলে দেওয়া হয় আরপিএফ- এর তরফ থেকে। পরে আরপিএফ- এর ডিএসপি পদমর্যাদার আধিকারিক ঘটনায় ভুল স্বীকার করেন। তবে, এই ঘটনায় ওই দিনই এফআইআর দায়ের করা হয়েছে। এর পেছনে কোন অভিসন্ধি বা কার নির্দেশ আছে তা তদন্তাধীন"। পুলিশ সুপার এও জানিয়েছেন যে পথ নিরাপত্তার বার্তা দিতে খড়গপুর শহর সহ জেলা জুড়ে আরও বেশি করে এই ধরনের হোর্ডিং লাগানো হচ্ছে।

Kolkata Police's innovative campaign for road safety awareness – All India  Trinamool Congress