New Update
/anm-bengali/media/media_files/2024/10/24/Rt0b9085oiFFGUnTTAV2.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: কুণাল ঘোষ এবার ট্যুইট করে বড় ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, দুষ্কৃতীদের হামলায় খুন হয়েছেন তৃণমূল কর্মী বিষ্ণুপদ মন্ডল। তিনি ট্যুইট করে বিজেপির ওপর দায় ঠেলেছেন। বলেছেন, "নন্দীগ্রামে বিজেপির মদতপুষ্ট দুষ্কৃতীদের হামলায় খুন তৃণমূল কর্মী বিষ্ণুপদ মন্ডল। বুথ সভাপতি গুরুপদ মন্ডলের ভাই। ঘটনার তীব্র প্রতিবাদ করি। সব দোষীকে গ্রেপ্তারের দাবি জানাই। বিজেপি যে হামলা করবে, সেই আশঙ্কা ছিল। পুলিশকে লিখিতভাবে জানানোও হয়েছিল। তার পরেও বড়সড় তান্ডব করেছে বিজেপি। একাধিক সাংবাদিকও জখম। দোষীদের ধরুক পুলিশ"। তার ট্যুইট ঘিরে শোরগোল শুরু হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us