New Update
/anm-bengali/media/media_files/F8WbTVV6iGm1Swi34e14.jpg)
নিজস্ব সংবাদদাতা : ছুটি কাটাতে গিয়ে বিপদের মুখে পরতে হলো এক পর্যটককে। ছুটি কাটাতে দীঘায় গিয়েছিলেন বন্ধু ও বান্ধবী। ঘুরতে গিয়ে রাতে থাকার জন্য ঘর দেখতে যাবে পর্যটক এটাই স্বাভাবিক। কিন্তু সেখানেই ঘটে বিপত্তি। সঙ্গীকে মারধর করে বেঁধে রেখে ধর্ষণ করা হয় মহিলাকে। হোটেলের ঘর দেখাবার নাম করে ঘরে নিয়ে যায় চার ব্যক্তি। তারপরই এরকম নৃশংস কান্ড ঘটায় ওই চার ব্যক্তি। পর্যটকদের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।
ধর্ষণের অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ২জনকে। আরও ২জন পলাতক। পুলিশ সূত্রের খবর পলাতকদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us