জলমগ্ন জমি! ধান-সবজি চাষে বিপর্যয়ের আশঙ্কা

চিন্তায় কৃষকরা।

author-image
Anusmita Bhattacharya
New Update
Cover (24) (1)

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম জেলার ডুলুং ও সুবর্ণরেখা নদীর জলস্ফীতি এবং দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়া খালের কারণে সাঁকরাইল ব্লকের আন্ধারী ও রগড়া অঞ্চলের একাধিক গ্রামে জমি জলমগ্ন হয়ে পড়েছে। বিশেষ করে আন্ধারী অঞ্চলের বহড়াদাঁড়ি, ভগবানচক, তেঁতুলিয়া, বৈঞ্চা, শালবনী, কাটমুন্ডী, বনপুরা ও নেগুড়িয়া সহ একাধিক গ্রামের কৃষিজমিতে জল দাঁড়িয়ে রয়েছে। চাষিদের অভিযোগ, জমিতে ধানের চারা ও সবজির বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা প্রবল। একাধিক চাষি জানিয়েছে যে প্রতি বছর একই সমস্যা দেখা দেয়, কিন্তু দশ বছর ধরে খালের কোনও সংস্কার হয়নি। ফলে খালের জল বাইপাস না হয়ে জমিতে ঢুকে পড়ছে। ডুলুং খালের বাঁধও খুবই দুর্বল, এমনটাই জানিয়েছে গ্রামবাসীরা। বৃষ্টি শুরুর আগে কিছুটা বাঁধ মেরামতি হয়, কিন্তু বৃষ্টির সময় কাজ বন্ধ থাকে। ফলে পরিস্থিতি আরও খারাপ হয়। বৈঞ্চা ও বহড়াদাঁড়ি থেকে কুকড়াকুপি যাওয়ার রাস্তা জলমগ্ন হয়ে পড়েছে। গ্রামের মানুষজন জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। সবজি চাষিরা উৎপাদিত ফসল বাঁচাতে মাথায় করে ঘরে নিয়ে আসছে। অন্যদিকে, সাঁকরাইল ব্লকের কৃষি দফতর সূত্রে জানা গেছে, দ্রুত জল না নামলে ফসলের বড়সড় ক্ষতি হবে এবং কৃষকেরা ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়বে।

WhatsApp Image 2025-07-01 at 6.54.38 PM