New Update
/anm-bengali/media/media_files/EQIzc7FwmpxtG8K1oHyp.jpeg)
নিজস্ব প্রতিনিধি: পরিত্যক্ত জায়গায় কৌটো ঘিরে বোমাতঙ্ক। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার ১১ নং মোহাড় অঞ্চলের পূর্ব মোহাড় এলাকায়। ইতিমধ্যেই গোটা এলাকা ঘিরে ফেলেছে সবং থানার পুলিশ। ঘটনাস্থলে আসছে বম্ব স্কোয়াড।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ দুপুরে এলাকার বাসিন্দারা সবং এর পূর্ব মোহাড় এলাকায় পড়ে থাকা জলের চেম্বারের ভিতরে একটি কৌটো পড়ে থাকতে দেখে। ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তেই স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় জমায়। স্থানীয়রা বোমের আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় সবং থানার পুলিশ আধিকারিকরা। ইতিমধ্যে বোম স্কোয়ার্ডকে খবর দেওয়া হয়েছে।
/anm-bengali/media/post_attachments/a88c1ff75d73e18e4bbd4a0a2f5a402737cfdbde355d117f55898a1c758f87f7.jpeg)
/anm-bengali/media/post_attachments/f71f5233854ecf693f58474122b483eeb70cf4a16fc9770ac956521f7b499d19.jpeg)
/anm-bengali/media/post_attachments/d8f80a9c1025b757a12d8f2d7a442d77e6c6e6e6575addb930240bce6fdf3697.jpeg)
/anm-bengali/media/post_attachments/c96bbd26bcffe0940c331487c23a6e46b8f2acf0a609887a6d7a20e385ee51e8.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us