ক্লোরিন গ্যাস লিক কাণ্ডে আতঙ্ক মঙ্গলবারেও

মানুষ আতঙ্কে আছে।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-09-02 at 3.08.37 PM

হরি ঘোষ, পাণ্ডবেশ্বর : সোমবার পাণ্ডবেশ্বরের জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের ট্যাঙ্কারে ক্লোরিন গ্যাস লিক হয়ে ভয়াবহ ঘটনা ঘটে এলাকায়। ঘটনায় ৮ জন গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং একজন মারা গেছেন বলে সূত্র মারফত জানা যায়। সোমবারের ঘটনার পর থেকেই মঙ্গলবারেও এলাকায় রয়েছে আতঙ্ক। ভয়ে এলাকার ট্যাপ থেকে জল নিচ্ছেন না স্থানীয়রা।

পাণ্ডবেশ্বরের জনস্বাস্থ্য কারিগরি দফতরের ক্লোরিন গ্যাসের ট্যাংক লিকের ঘটনায় আতঙ্ক যেন পিছু ছাড়েনি l পাণ্ডবেশ্বরের জনস্বাস্থ্য কারিগরি দফতরে কর্মরত কর্মী চিরঞ্জিত রায় ও গৌতম দে জানান যে গতকাল একটা দুর্ঘটনায় ঘটে গেছে ও এই বিষয়ে কলকাতা থেকে উচ্চতর আধিকারিকরা এসে ঘটনাস্থল পরিদর্শন করবেন। তবে আজ কোনোরকম সমস্যা নেই। সমস্যা না থাকলেও ভয়ে মানুষ জনস্বাস্থ্য কারিগরি দফতরের সরবরাহ করার জল ব্যবহার করতে ভয় পাচ্ছেন বলে। তারা জানান আধিকারিকরা কলকাতা ও আসানসোল থেকে আসছেন এবং তারা দুর্ঘটনা কিভাবে ঘটলো তা খতিয়ে দেখবেন এবং এই পিএইচই দফতরের গ্যাস সিস্টেম থাকবে কিনা সেটাও তারা এসে দেখবেন বলে জানা যায়।

WhatsApp Image 2025-09-02 at 3.08.36 PM