পাঁচ মাসের শিশুকন্যার গলা কেটে খুন! যাবজ্জীবন বাবার

পিতৃত্ব নিয়ে দানা বেঁধেছিল সন্দেহ। রাগের বশে শিশুকন্যার গলা কেটে খুন করে বাবা। ঘটনার প্রায় এক যুগ পর সাজা ঘোষণা করল চন্দননগর মহকুমা আদালত। কী রায় দিল?

author-image
Jaita Chowdhury
আপডেট করা হয়েছে
New Update
dxsadqdss

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: পাঁচ মাসের শিশু কন্যার গলার নলি কেটে খুন বাবার! সেই মামলায় যাবজ্জীবন সাজা ঘোষণা করল চন্দননগর মহকুমা আদালত।ঘটনাটি ঘটেছিল ২০১৩ সালের ১০ নভেম্বর। হরিপালের সহদেব পঞ্চায়েত এলাকায় গোঁসা গ্রামের বাসিন্দা ছিল ওই পরিবার।

মৃত শিশুটির বাবা শেখ কামাল হোসেন। একদিন আচমকা মায়ের কোল থেকে কেড়ে নিয়ে গলায় ব্লেড চালিয়ে খুন করে তার মেয়েকে। মা রেজিনা বেগমের অভিযোগের ভিত্তিতে কামালকে গ্রেফতার করে পুলিশ।

প্রায় ১১ বছর মামলা চলার পর,  বৃহস্পতিবার ওই ব্যক্তিকে চন্দননগর ফাস্ট ট্রাক কোর্টের বিচারক জগৎজ্যোতি ভট্টাচার্য যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন ৷ সরকারি আইনজীবীর দাবি, শিশু কন্যার পিতৃত্ব নিয়ে তৈরি হওয়া সন্দেহ থেকেই এই খুন।

Arrest