চলন্ত ট্রেনে ছিন্তাই থেকে মারাত্মক দুর্ঘটনা

চলন্ত ট্রেনে ছিন্তাই থেকে মারাত্মক দুর্ঘটনা ঘটে গেলো।

author-image
Aniket
New Update
Screenshot 2025-11-24 11.52.03 AM

নিজস্ব প্রতিনিধি: ধৌলি এক্সপ্রেসে ঘটে চাঞ্চল্যকর ঘটনা। জানা গেছে, ট্রেনটি পূর্ণ গতিতে ছুটছিল সেই সময় দুই দুষ্কৃতী এক মহিলা যাত্রীর সোনার চেন ও ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা করে। ওই মহিলা প্রতিরোধ করলে ট্রেনের ভেতরেই ধাক্কাধাক্কি শুরু হয়।

হঠাৎ করেই ছিনতাইকারীরা মহিলাকে জোরে ধাক্কা মেরে চলন্ত ট্রেন থেকে নিচে ফেলে দেয়। এসময় মহিলা ট্রেনের দরজায় আটকে যাওয়ায় তার এক হাত গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং প্রায় অর্ধেক কেটে যায়। ঘটনায় মহিলা মারাত্মক আহত হন।

দুই অভিযুক্ত এরপর দ্রুত ট্রেন থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করে এবং কোলাঘাট থানার ভোগপুর গ্রামের দিকে দৌড়ে যায়। গ্রামবাসীরা বিষয়টি টের পেয়ে তাদের তাড়া করে ধরে ফেলে এবং বেধড়ক মারধর করে।

খবর পেয়ে পাঁশকুড়া RPF ঘটনাস্থলে পৌঁছে ছিনতাইকারীদের গ্রেপ্তার করে নিজেদের হেফাজতে নেয়।

গুরুতর আহত মহিলাকে প্রথমে খড়গপুর রেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানান, মহিলার ডান হাত প্রায় অর্ধেক কেটে গেছে এবং অবস্থাও আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাকে কলকাতার কাটারি হাসপাতালে রেফার করা হয়েছে।

ঘটনার পর যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে রেল প্রশাসন।