/anm-bengali/media/media_files/2025/05/20/idHdWjPO5Azn62F7hNcC.jpeg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: যোগ্য শিক্ষকদের উপর পুলিশি বর্বরতার প্রতিবাদে ও শিক্ষকদের দ্রুত শিক্ষাঙ্গনে ফিরিয়ে সরকারি শিক্ষা ব্যবস্থা রক্ষার দাবিতে জেলা জুড়ে থানায় থানায় কৃষক বিক্ষোভ। গত ১৫ মে বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষকদের লাঠিপেটা করে পুলিশ। ওই ঘটনায় বহু শিক্ষক আহত হন। পাশাপাশি তৃণমূলের দুষ্কৃতীরাও হামলা চালায় বলে অভিযোগ। এরই প্রতিবাদে পুলিশ ও দুষ্কৃতীদের শাস্তির দাবিতে এবং চাকরিহারা যোগ্য শিক্ষকদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে মঙ্গলবার অল ইন্ডিয়া কিষাণ ক্ষেতমজদুর সংগঠনের (AIKKMS) পক্ষ থেকে সারা রাজ্যের সাথে পশ্চিম মেদিনীপুর জেলার থানাগুলিতে কৃষক বিক্ষোভ সংঘটিত হয়। জেলার কোতোয়ালী, সবং, নারায়ণগড়, দাঁতন-২, কেশিয়াড়ি, চন্দ্রকোনা, গুড়গুড়িপাল, ডেবরা সহ বিভিন্ন থানায় বিক্ষোভ ও ডেপুটেশন দেওয়া হয়।
সকাল দশটা নাগাদ কোতোয়ালী থানার গেটে বিক্ষোভ দেখান সংগঠনের কর্মীরা। উপস্থিত ছিলেন উত্তর সাংগঠনিক জেলা সম্পাদক প্রভঞ্জন জানা, সভাপতি বঙ্কিম মুর্মু প্রমুখ। প্রভঞ্জন জানা বলেন, "রাতের অন্ধকারে পুলিশ বাহিনী ও তৃণমূলের গুন্ডাবাহিনী বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষকদের নৃশংস আক্রমণ করে হাত, পা, চোখ, মাথা ফাটিয়ে দেয়। এখনও বহু জন চিকিৎসাধীন। দোষী পুলিশ ও গুন্ডাদের শাস্তির দাবি এবং চাকরিহারা যোগ্য শিক্ষকদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে জেলার প্রতিটা থানায় বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি নেওয়া হয়েছে। দাবি না মানা হলে আগামীদিনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে"।
/anm-bengali/media/post_attachments/web2images/1884/2025/05/17/whatsapp-image-2025-05-17-at-63344-pm_1747490977-436609.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us