জমি বাঁচাও-এর দাবিতে কৃষকদের ধর্না!

তালা ভেঙে ঢোকার চেষ্টা করা হয় বলে অভিযোগ।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-04-10 at 15.42.40 (1)

File Picture

নিজস্ব সংবাদদাতা: হাইকোর্টের রায় অনুযায়ী কৃষকদের জমি অবিলম্বে চাষযোগ্য করে ফেরত দিতে হবে। সেই দাবীতেই বুধবার দিনভর সবং ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের সামনে সবংয়ের কৃষি ও কৃষক বাঁচাও কমিটির লাগাতার ধর্না চললো। এমনকি ইঁট দিয়ে দপ্তরের অফিসের লাগানো তালা ভেঙে ঢোকার চেষ্টা করা হয় বলে অভিযোগ।

আর তার জেরেই পুলিশের সঙ্গে তুমুল বচসা বাঁধে। মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। যা জানা যাচ্ছে, সবংয়ের রামভদ্রপুরে একাধিক চাষজমি দখল করে ঝিল তৈরি করেছে বলে অভিযোগ। আর সেই অভিযোগে মাস খানেক আগে নির্দেশ আসে চাষের জমি আগের মতো অবস্থায় ফিরিয়ে আনতে হবে। সেই দাবিই তোলেন চাষীরা। ভূমি দপ্তর তা না করায় গতকাল সেই ধর্না বিক্ষোভ চলে বলে জানা যাচ্ছে।