পারিবারিক অশান্তির জের, শ্বশুরবাড়ির সদস্যদের হাতেই শেষ গৃহবধূর প্রাণ!

চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের শোলা গ্রামের ঘটনা।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা: পারিবারিক অশান্তির জেরে এক গৃহবধূকে খুন করার অভিযোগ উঠলো তার শ্বশুর বাড়ির বিরুদ্ধে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো চন্দ্রকোনায়। ঘটনার পর থেকেই মৃতের শ্বশুরবাড়ির লোকেরা সকলেই পলাতক বলে জানা যাচ্ছে।

পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের শোলা গ্রামের ঘটনা। শোলা গ্রামের বাসিন্দা দীপাঞ্জন রায় পেশায় গৃহ শিক্ষক,এক বছর আগে বিয়ে হয় চন্দ্রকোনার বাসুলিয়া গ্রামের সুষমা রায়(১৯)এর সাথে। আর আজ বেলা নাগাদ দীপাঞ্জনের বাড়ি থেকে সুষমার মৃতদেহ উদ্ধার হয়।

সুষমার বাবা সুশান্ত ঘোষ, মা সোনালী ঘোষের দাবি আজ দুপুর নাগাদ তারা খবর পায় তাদের মেয়ে আত্মহত্যা করেছে। খবর পাওয়ার পরেই তারা মেয়ের বাড়িতে হাজির হয়ে দেখে মেয়ের শরীরে রয়েছে একাধিক আঘাতের চিহ্ন,গলায় ফাঁস লাগানোর দাগ। এতেই তাদের দাবি তাদের মেয়েকে খুন করেছে দীপাঞ্জন ও তার পরিবারের সদস্যরা।

x

এই ঘটনার পর থেকেই মৃত গৃহবধূর শ্বশুর বাড়ির সদস্যদের দেখা মেলেনি এমনটাই দাবি মৃতার বাপের বাড়ির লোকেদের। সঠিক তদন্ত ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মৃতদেহ শ্বশুর বাড়িতে আটকে রেখে বাপের বাড়ির লোকেরা বিক্ষোভও দেখায়। খবর পেয়ে চন্দ্রকোনা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। বাপের বাড়ির তরফে অভিযোগ দায়ের হলে,ঘটনার তদন্ত করা হবে বলে পুলিশ সূত্রে খবর। 

তবে কি কারণে এই মৃত্যু সঠিক কারণ এখনো জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্টের পরই সঠিক কারণ জানা যাবে বলে পুলিশ জানিয়েছে।