বাড়ির ভেতর পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে পুড়িয়ে মারার চেষ্টা! প্রাণে রক্ষা পরিবারের ৪ সদস্যের

অভিযোগ পেয়ে ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-06-05 at 2.35.58 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: বাড়ির ভেতর পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করা হল। কোনওক্রমে প্রাণে রক্ষা পেল পরিবারের চার সদস্য। এমনই ঘটনা ঘটল পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ১ নম্বর ব্লকের দুর্গাপুর গ্রামের গণেশ পন্ডিতের বাড়িতে। গণেশ পেশায় একজন সোনার কারিগর। এক ছেলে ও এক মেয়েকে নিয়ে স্বামী-স্ত্রীর সংসার। গণেশের অভিযোগ, কাল রাত দুটো নাগাদ হঠাৎ ঘুম ভেঙে যায় আর দেখে দাউদাউ করে জ্বলছে বাড়ির দোতালার ডাইনিং রুম। বাড়ির দোতলার দুই ঘরেই শুয়েছিল গণেশ ও তার পরিবারের সদস্যরা। আগুনের তীব্রতা এতটাই ছিল যে কোনওভাবেই নিচে নেমে আসতে পারেনি তারা। কোনও ক্রমে বাথরুম থেকে বালতি করে জল দিয়ে কিছুটা আগুন নিভিয়ে তড়িঘড়ি নিচে নেমে আসে তারা। চিৎকারে ছুটে আসে প্রতিবেশীরা। পেট্রোল দিয়ে আগুন ধরানো হয়েছে, এমনই কিছু তথ্য পেয়েছে গনেশ ও তার পরিবারের সদস্যরা। ইতিমধ্যে পুরো বিষয়টি তারা দাসপুর থানায় জানালে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে যায়। তবে কারা এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে তা গণেশ ও তার পরিবারের সদস্যরা বুঝে উঠতে পারছে না। গোটা পরিবার রয়েছে তীব্র আতঙ্কে।

Fire