/anm-bengali/media/media_files/2025/08/21/whatsapp-image-2025-08-21-2025-08-21-17-27-27.jpeg)
নিজস্ব প্রতিনিধি, সাগরদিঘী: সমাজে যেখানে এখনও কন্যাসন্তান জন্মকে কেন্দ্র করে নানা কুসংস্কার ও অবহেলার ছবি দেখা যায়, সেখানে সাগরদিঘী ব্লকের জগদল গ্রামে তৈরি হল এক ভিন্ন আবহ। পরিবারে প্রথম কন্যাসন্তান জন্ম নেওয়ায় এলাহি আয়োজনের মধ্য দিয়ে ফুলে সাজানো গাড়িতে নবজাতককে ঘরে আনলেন সুমাইল শেখ ও তাঁর পরিবার।
সাগরদিঘী সুপার স্পেশালিটি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন সুমাইল শেখের স্ত্রী উর্মি খাতুন। পরিবার ও গ্রামবাসীর মধ্যে আনন্দের হাওয়া বইতে শুরু করে। হাসপাতালেই গোলাপ ফুল ও চকলেট বিতরণ করে উদযাপন করেন তারা। এরপর নবজাতককে বরণ করার জন্য বিশেষভাবে সাজানো হয় গাড়ি। ফুল দিয়ে সজ্জিত গাড়িতে রীতিমতো উৎসবের মেজাজে নবজাতককে নিয়ে বাড়ি ফেরেন উর্মি খাতুন।
পেশায় গাড়ি চালক সুমাইল শেখ বলেন, "আজকালও অনেকেই মেয়ে হলে মন খারাপ করেন, কেউ আবার ফেলে দেন বা গর্ভেই হত্যা করেন। সেটা একেবারেই ভুল। ছেলে হলেও যেমন খুশি, মেয়ে হলেও তেমন খুশি। আমাদের প্রথম সন্তান মেয়ে, তাই আমরা আনন্দের সঙ্গে তাকে বাড়ি আনছি"।
পরিবারের পক্ষ থেকেও জানানো হয়, ছেলে-মেয়ে ভেদাভেদ করার কোনো মানে হয় না। সন্তান মানেই আশীর্বাদ। এই ভাবনা এবং উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন গ্রামবাসীরাও। সমাজে যখন কন্যাসন্তান জন্মের পর মায়ের উপর অত্যাচার কিংবা অবহেলার ঘটনা এখনও সামনে আসে, তখন জগদলের এই উদ্যোগ নিঃসন্দেহে এক ইতিবাচক বার্তা দিল।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/08/21/whatsapp-image-2025-08-21-2025-08-21-17-06-34.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us