/anm-bengali/media/media_files/vC58gdjNgeXB3KQJVU9Q.jpg)
নিজস্ব সংবাদদাতা - জাল নথি দিয়ে তৈরী অ্যাক্টিভ সিম কার্ড, জঙ্গিদের হাতে চলে যেত না তো এইসব সিম কার্ড ? তিন হাজার, চার হাজারের বেশি মূল্যে বিক্রি হয় এই সিম কার্ড। পুলিশের প্রাথমিক অনুমান সাইবার প্রতারকরা এইসব সিম কার্ড কিনে নিত এবং রাজ্যের পাশাপাশি ভিন রাজ্যেও বিক্রি করা হত এই সিম কার্ড। জাল সিম কার্ড চক্রের এই ঘটনায় এবার দুইজনকে গ্রেপ্তার করল বেলডাঙ্গা থানার পুলিশ। বেলডাঙার ঝুনকা মোড় এলাকা থেকে আশিক ইকবাল ও তার ভাই বুরহান শেখকে গ্রেপ্তার করে পুলিশ।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2DcKT17TmZ34qmatCicG.jpeg)
ধৃতদের বাড়ি মধ্যমপুর বিলধর পাড়া এলাকায়। ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে চারটি কিপ্যাড মোবাইল ফোন। এছাড়া উদ্ধার করা হয় ৩১১টি সিম কার্ড। তার মধ্যে রয়েছে ভোডাফোন আইডিয়া ২৭১টি, বিএসএনএল ২৯টি, এয়ারটেল ১টি, জিও ৭টি ও আইডিয়ার ৩টি সিম কার্ড। গতকাল রাতে মুর্শিদাবাদের বেলডাঙা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ঝুনকা মোড়ে একটি দোকানে তল্লাশি চালিয়ে এই দুইজনকে আটক করে এই সিম কার্ডগুলি উদ্ধার করে। এর সঙ্গে আর কে বা কারা জড়িত সেই তদন্তে নেমেছে পুলিশ। তবে এই সিম কার্ডগুলি শুধু কি সাইবার প্রতারকদের হাতেই গেছে নাকি চলে গেছে জঙ্গী সংগঠনের হাতেও ? খতিয়ে দেখছে পুলিশ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us