/anm-bengali/media/media_files/2025/08/24/whatsapp-image-2025-08-24-at-6-2025-08-24-18-45-31.jpeg)
ZZ
নিজস্ব সংবাদদাতা - পুলিশের হাতে আটক হল ভূয়ো সাইবার ক্রাইম থানার অফিসার। ভূয়ো অফিসারের ঠাটবাট দেখে হতবাক আসল পুলিশও। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার দুর্গাপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় দাসপুর দুর্গাপুর এলাকার এক বাসিন্দার মোবাইলে কয়েকদিন আগে ওই এলাকার এক গৃহবধুর অর্থনগ্ন কিছু ছবি পাঠায় কেউ। তার কয়েকদিন পরই পুলিশ অফিসার পরিচয় দেওয়া এক ব্যক্তি ফোন করে বলেন হুগলি জেলার খানাকুলে একটি অভিযোগ দায়ের হয়েছে, তদন্তের স্বার্থে ওই ব্যক্তির সাথে কথা বলতে যাবেন কয়েকজন অফিসার। এর পরের দিন ই দুই ব্যক্তি উনার বাড়িতে আসেন এবং ওর মোবাইল নিয়ে বেশ কিছু তথ্য তারা নিয়ে যান। এরপর গতকাল সকালে আরো একটি ফোন আসে খানাকুল থেকেই। সেখানে জানানো হয় পরবর্তী তদন্তের জন্য আরও একজন অফিসার ওনার বাড়িতে যাবেন এবং মোবাইল নিয়ে আসবেন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/08/24/whatsapp-image-2025-08-24-at-2025-08-24-18-20-02.jpeg)
সেই মোতাবেক শনিবার সন্ধ্যে নাগাদ সাইবার ক্রাইম অফিসার পরিচয় দেওয়া এক ব্যক্তি এসে পৌঁছান ওই ব্যক্তির বাড়ি। এরপর তদন্তের নামে তার মোবাইল সিজ করার কথা বললে বাড়ির লোকজন খবর দেয় স্থানীয় থানায়। পুলিশ এসে সাইবার ক্রাইম অফিসার পরিচয় দেওয়া ওই ব্যক্তির পরিচয় পত্র দেখতে চাইলে, তিনি প্রথমে পুলিশকে ধমক দেন কিন্তু পরে চাপের মুখে পড়ে স্বীকার করেন যে তিনি পুলিশ প্রশাসনের সাথে যুক্ত নন। এরপরই অভিযুক্ত ব্যক্তিকে আটক করে নিয়ে যায় দাসপুর থানার পুলিশ। ধৃতের নাম খোকন মন্ডল,বাড়ি হুগলী জেলার খানাকুলে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us