New Update
/anm-bengali/media/media_files/2025/07/09/4-2025-07-09-21-18-17.jpg)
File Picture
পশ্চিম মেদিনীপুর: বর্তমান ডিজিটাল যুগে সমাজ মাধ্যম একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে দাঁড়িয়েছে। তবে এই সমাজ মাধ্যমেও ফেসবুক এপ্লিকেশনে অনেক সময়, বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের নামে বহু একাউন্ট খুলে প্রতারণামূলক কাজ করতেও দেখা যাচ্ছে। এবার খোদ জেলাশাসকের নামে ফেসবুকে আইডি খোলা হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার জেলা শাসক, খুরশেদ আলী কাদরী (আইএএস) এই নাম এবং জেলাশাসকের ছবি ব্যবহার করে কেউ ফেসবুক ব্যবহার করছেন। ফোনে জেলাশাসক নিজে যখন বিষয়টি দেখতে, তিনি ওই আইডির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সোশ্যাল মিডিয়ায় এতটাই ফেক আইডির ব্যবহার বেড়ে গিয়েছে, যার থেকে রেহাই মিলছে না স্বয়ং জেলা শাসকেরও। জেলাশাসকের লিখিত অভিযোগের পরেই তদন্ত শুরু করেছে জেলা সাইবার ক্রাইম বিভাগের পুলিশ কর্তারা।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/07/09/0a8e94b1-b0fd-407e-9612-d158a0002d7a-2025-07-09-21-14-18.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us