New Update
/anm-bengali/media/media_files/rjKFH8w4uiLbEc5V9gtO.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃঘাটালের বিজেপি প্রার্থী হিরন্ময় চট্টোপাধ্যায়। তাকে নিয়েই এখন রাজ্য রাজনীতি তোলপাড়। সম্প্রতি হিরণের ডক্টরেট ডিগ্রী নিয়ে সরব হয়েছে আম আদমি পার্টি। তাদের দাবি যে, ডঃ হিরন্ময় চ্যাটার্জী নাকি কোনও দিন কোনও বিষয়েই ‘ডক্টরেট’ করেননি। তাঁর ‘ডক্টরেট’ উপাধি আসলে ভুয়ো।
/anm-bengali/media/post_attachments/wp-content/uploads/2024/03/hiran-1.jpg)
তবে আম আদমি পার্টির এই অভিযোগের ফলে আদালতের দারস্থ হতে চান। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়ে হিরণ বলেন, '' এর পিছনে শুধু আপ নয়, তৃণমূলও রয়েছে। কী ভাবে এই রকম আরটিআই রিপোর্ট দেওয়া হল, বুঝতে পারছি না। লোকসভা নির্বাচন মিটলেই আমি খড়্গপুর আইআইটির বিরুদ্ধে হাই কোর্টে যাব। ''
/anm-bengali/media/post_attachments/56ee4586fbd41a835c748d60bde56a64233574292ea3d21c64c13d083b34c2d8.jpg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us