অবৈধ খনি ভরাট করলো বিসিসিএল

বিপুল পরিমাণ অবৈধ কয়লা বাজেয়াপ্ত করা হয়েছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-06-27 d

File Picture

নিজস্ব সংবাদদাতা: শুক্রবার চৌরঙ্গী ফাঁড়ি এলাকায় অবস্থিত ভারত কোকিং কোল লিমিটেডের (BCCL) দামাগোদিয়া কয়লা খনি এলাকায় অবৈধ কয়লা খনির বিরুদ্ধে অভিযান শুরু করে BCCL, কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী (CISF) এবং কুলটি চৌরঙ্গী ফাঁড়ি পুলিশের একটি যৌথ দল। বুলডোজার ব্যবহার করে মাটি দিয়ে ভরাট করে তিনটি অবৈধ কয়লা খনি বন্ধ করে দেয় তারা।

দামাগোদিয়া কয়লা খনির কর্মকর্তা ধর্মেন্দ্র তিওয়ারি এই প্রসঙ্গে বলেন, অবৈধভাবে কয়লা উত্তোলনের জন্য খনি সংলগ্ন এলাকায় বেশ কয়েকটি গর্ত তৈরি করা হয়েছিল। এটি নজরে আসার পর, ব্যবস্থা নেওয়া হল এবং তাৎক্ষণিকভাবে এটি পূরণ করা হয়েছে। অবৈধ খনির বিরুদ্ধে কঠোর নজরদারি এবং ব্যবস্থা নেওয়ার জন্য BCCL একটি বিশেষ কমিটি গঠন করেছে। গত বছরের নভেম্বর থেকে প্রায় ৩২টি অবৈধ খনির স্থান বন্ধ করে দেওয়া হয়েছে এবং এই অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কয়লা বাজেয়াপ্ত করা হয়েছে।

WhatsApp Image 2025-06-27 c